চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ ওরিয়েন্টেশন ক্লাশ

 

গতকাল সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ শাহাজাহান আলী বিশ্বাসের সভাপতিত্বে একাদশ শ্রেণির ওরিয়েনটেশন ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সি আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামশুজ্জোহা পিপি, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রেজা হোসেন জোয়ার্দ্দার ও আব্দুল ওহাব। শিক্ষার্থী আবু তালহা কোরআন তেলাওয়াতের পর নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক লুৎফর রহমান, প্রভাষক মো. খসরুজ্জামান সবুজ ও প্রভাষক হারুন-অর-রশিদ লিমন। একাদশ শ্রেণির শিক্ষার্থী সামী হোসেন, ছাত্রলীগ নেতা সজিব, জেলা ছাত্রলীগ সহসভাপতি ইমরান হোসেন, জেলা ছাত্রলীগ সদস্য সোহেল আকরাম, সহকারী অধ্যাপক লুৎফর রহমান, প্রভাষক মো. খসরুজ্জামান সবুজ ও প্রভাষক হারুন-অর-রশিদ লিমন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক সামসুল আলম সেলিম। প্রেসবিজ্ঞপ্তি।

Leave a comment