মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমী মিলনায়তনে সঙ্গীত সন্ধ্যা ও মাসিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠিত সঙ্গীত সন্ধ্যা ও মাসিক আড্ডার পূর্বে মাসিক আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান। বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লা আল আমিন ধুমকেতু। উপস্থিত ছিলেন দৈনিক মেহেরপুর’র সম্পাদক রশিদ হাসান খান আলো, বিটিভি’র মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেন, সাবির সঙ্গীত ও সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, শিল্পী তানিয়া আলী, সাবিনা সাত্তার মিতা প্রমুখ। এর আগে পশ্চিম বাংলা থেকে আগত শাহাবুদ্দিন বেতারকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পরে সেখানে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সঙ্গীত সন্ধ্যায় অতিথি শিল্পী শাহাবুদ্দিন বেতার, স্থানীয় শিল্পী সাফিনাজ আরা ইরানী, ফৌজিয়া আফরোজ তুলি, মাসুদুল হাসান, পিংকী প্রমুখ গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সঞ্চালনে ছিলেন শামীম জাহাঙ্গীর সেন্টু ও মাহাবুবুল আলম মন্টু।