জীবননগরে মাদকসহ পাঁচ ব্যবসায়ীর মধ্যে তিনজনের জেল-জরিমানা

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিংনগর, আন্দুলবাড়িয়া ও গয়েশপুর থেকে ২৬৪ বোতল ফেনসিডিল ও ২২ বোতল মদসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত মাদকব্যবসায়ীরা হচ্ছে- সেলিম উদ্দিন (২৫), বিপুল (২০), হাবিবুর রহমান (৩৫), হৃদয় (২৪) ও রাজকুমার (২৫)। এদের মধ্যে সেলিম, বিপুল ও রাজকুমারকে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা প্রদান করেছেন।

বিজিবি সূত্র জানায়, গতকাল শনিবার ভোর ৫টার দিকে রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে আন্দুলবাড়িয়া এলাকা থেকে উপজেলার মাধবখালী গ্রামের মৃত আফসার আলীর ছেলে হাবিবুর রহমানকে ১৭০ বোতল ফেনসিডিলসহ আটক করে।

সকাল ৭টার দিকে দর্শনা নিমতলা ক্যাম্পের বিজিবি ক্যাম্পের সদস্যরা শিংনগর সীমান্ত থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে সেলিম উদ্দিন ও মৃত মিজানুর রহমানের ছেলে বিপুলকে ৭০ বোতল ফেনসিডিল ও ১০ বোতল ভারতীয় মদসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিজ তাদেরকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

গত শুক্রবার রাতে রাজাপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা শিংনগর সীমান্তের হালদারপাড়া মাঠ থেকে ওই গ্রামের চি‎হ্নিত মাদকব্যবসায়ী রাজ কুমারকে ১৭ বোতল ভারতীয় মদসহ আটক করে। আটককৃত রাজকুমারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ইউএনও নূরুল হাফিজ তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

এছাড়াও গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা ওই গ্রামের হেলেঞ্চরার মাঠে অভিযান চালিয়ে দু বোতল মদসহ চুয়াডাঙ্গা পোস্টঅফিসপাড়ার আক্তার হোসেনের ছেলে আরিফ হোসেন হৃদয়কে আটক করে। তাকে মাদকদ্রব্য মামলায় আসামি করে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a comment