জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার জরুরিসভা অনুষ্ঠিত

 

জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার জরুরিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জরুরিসভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা পৌর কমিটির আহ্বায়ক দোলোয়ার উদ্দিন দুদুর।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা পৌর কমিটির আহ্বায়ক দোলোয়ার উদ্দিন দুদুর আহ্বানে জেলা কমিটির অনুমোদনের ৯ মাসের মাথায় চুয়াডাঙ্গা জেলার সকল উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে জরুরিসভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা ফেরীঘাট রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরিসভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয়পার্টির সিনিয়র সহসভাপতি সদর উপজেলা কমিটির সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস খোকন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি জাহিদ হোসেন রেন্টু, দামুহুড়দা উপজেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন, জীবননগর উপজেলা সহসভাপতি মোমিনুল ইসলাম হানেহার, মোসাফ কাক্কা, চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জোয়ার্দ্দার আলো, আলমডাঙ্গা পৌর কমিটির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এস আলম, দর্শনা পৌর কমিটির সভাপতি নুর জামাল, সাধারণ সম্পাদক সেলিম খান, জীবননগর উপজেলা সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান লাবলু, চুয়াডাঙ্গা জাতীয়পার্টির প্রচার সম্পাদক স্বপন খান, সদস্য পলি খাতুন, দামুড়হুদা উপজেলা সাংগঠনিক সম্পাদক সদু প্রমুখ।

বক্ত্যরা বলেন, জাতীয়পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন ও সাধারণ অ্যাড. রফিউর রহমান রফিক গত ২১ ডিসেম্বর ২০১৪ তারিখে অনুমোদিত চুয়াডাঙ্গা জেলা জাতীয়পার্টি কমিটি হাতে পাওয়া শর্তেও পরিচিতসভা না করা ও জেলা নির্বাহী কমিটি না ডাকায় বক্তারা অসন্তোস প্রকাশ করেন এবং তাদেরকে জেলা জাতীয়পার্টির উপদেষ্টা থাকার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়। সেই সাথে দোলোয়ার উদ্দিন দুলুকে জেলা জাতীয়পার্টি সাধারণ সম্পাদক করার সিন্ধান্ত গ্রহণ করা হয় এবং রেজুলেশন করে কেন্দ্রে পাঠানোর সিন্ধান্ত নেয়া হয়।

Leave a comment