আলমডাঙ্গা ব্যুরো: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সাথে গত শুক্রবার চুয়াডাঙ্গাস্থ বিএনপি অফিসে ঈদ পরবর্তী মতবিনিময়সভা ও শুভেচ্ছা বিনিময় করেছেন আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। ডাউকি ইউনিয়ন যুবদলের যুগ্মআহ্বায়ক জাহিদুল ইসলাম জর্ডেনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ে ওই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন যুবদলের নেতা বদর উদ্দিন, হাবিবুর রহমান, আব্দুল লতিফ, লাল্টু, খবির উদ্দিন, আতিয়ার রহমান, নুজদার আলী, চাঁদ আলী, জাহাঙ্গীর, রুপচাঁদ, মিনারুল, মিন্টু আলী, রাকিব উদ্দিন, নাজমুল, কসম আলী, বাবুল হোসেন, মিলন হোসেন, আজিজুল হক, নজরুল ইসলাম, রাব্বি, হাসান, কোরবান আলী মেম্বার প্রমুখ।