ডাইনি সন্দেহে ঝাড়খণ্ডে ৫ নারীকে হত্যা

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সম্প্রতি ডাইনি সন্দেহে পাঁচ নারীকে হত্যা করা হয়েছে। রাজ্যের রাজধানী রাঁচি থেকে ৪৫ কিলোমিটার দূরের মান্দার ব্লকের এক গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায়, জাদুটোনা করার অভিযোগে ওই পাঁচ নারীকে হত্যা করে গ্রামবাসী। হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে রাজ্য পুলিশ।  হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলার কথা জানানো হয়েছে। পুলিশ বলছে, গ্রামের লোকজন মিলেই ওই নারীদেরকে হত্যা করেছে। বাইরের কেউ তাদের ইন্ধন দেয়নি। ঝাড়খণ্ডে এ রকম ঘটনা নতুন নয়। সেখানে এর আগেও ডাকিনী চর্চার অভিযোগে এ ধরনের হত্যাকাণ্ড হয়েছে। ভারতের জাতীয় অপরাধ ব্যুরোর পরিসংখ্যান মতে, ডাইনি সন্দেহে এবং জাদুবিদ্যা চর্চার অভিযোগে গত ১০ বছরে (২০০০ থেকে ২০১২ সাল) দেশটিতে ২ হাজার ৯৭ জনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে কেবল ঝাড়খণ্ড রাজ্যেই খুন হয়েছেন ৩৬৩ জন। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হয়ে থাকে। এ সব হত্যা বন্ধে ২০০১ সালে ওই রাজ্যে জাদুবিদ্যা চর্চার বিরুদ্ধে আইন পাস হয়েছিলো। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, লোকজনের মধ্যে সামাজিক সচেতনতা তৈরি করা না হলে শুধু আইন করে সমস্যার সমাধান হবে না।

Leave a comment