স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সদর উপজেলার কাফাটিয়া গ্রাম থেকে স্বামীর জবাই করা ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহত স্বামী-স্ত্রী হলেন শহিদুল ইসলাম ওরফে ধলা মিয়া (৪০) ও হেনা আক্তার (৩৫)। তাদের দম্পতির পরিবারের সদস্যরা জানান, গতকাল ভোরে শহিদুল-হেনার ছোট ছেলে রাকিব তাদের ডাকতে যায়। অনেকক্ষণ দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে সাড়া মেলেনি। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাডাকি করতে থাকে। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে।