স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের ডুগডুগি পশুহাটের নিকট থ্রিহুইলার, আলমসাধু ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে এক নারীসহ আহত হয়েছেন ৪ জন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দামুড়হুদা বাজারপাড়ার ইনতাদুলের (৫০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তিনি মৃত সলেমান বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় আহত অন্যরা হলেন- জীবননগর উথলী সেনেরহুদার ছাব্দার হোসেনের ছেলে রেজউল হক (৪৫), আলমডাঙ্গা নান্দবারের মৃত আবু বক্করের ছেলে আব্দুল কুদ্দুস ও জয়রামপুরের শাহপাড়ার সবুর আলীর স্ত্রী আম্বিয়া খাতুন।