আলমডাঙ্গার হাটুভাঙ্গা সড়কের খাস জায়গায় নির্মিত বসতবাড়ি উচ্ছেদ

 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া-বামুন্দি সড়কের হাটুভাঙ্গা ব্রিজের পাশে সওজ বিভাগের সরকারি জায়গায় অবৈধ্য ভাবে নির্মিত বসতবাড়ি উচ্ছেদ অভিযান চালানো হয়েছে ।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার হাটুভাঙ্গা গ্রামের সাপ্পের আলীর ছেলেরা দীর্ঘদিন হাটুভাঙ্গা ব্রিজের পাশে বসবাস করছে। গত বছর সাপ্পের আলীর ছেলে আলো ও রফিকুল ইসলাম সেখানে পাকা বাড়ি নির্মাণ করে। সে সময় হাটুভাঙ্গা গ্রামের হায়দার আলী তার জমিতে যাতায়াতের জন্য রাস্তার একপাশে ফাঁকা রাখার অনুরোধ জানায়। কিন্তু রাস্তা না রেখে পুরো রাস্তার পাশে অবৈধ বসতঘর নির্মাণ করে। হায়দার আলীর অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে চুয়াডাঙ্গা থেকে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের উপস্থিতিতে প্রায় ৪ঘণ্টা ধরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

Leave a comment