আলমডাঙ্গার হাটবোয়ালিয়া মাঠে নির্মাণাধীন সৌর বিদ্যুত সেচ প্রকল্পে চাঁদা দাবি : কাজ বন্ধ

 

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া হাটুভাঙ্গা মাঠে নির্মাণাধীন সৌর বিদ্যুত সেচ প্রকল্পে চরমপন্থী সংগঠন লাল পতাকার নামে চাঁদা দাবি করে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, গত বুধবার রাত ১টার দিকে হাটুভাঙ্গার আব্দুল মতিন পাতানের জমিতে নির্মাণাধীন সৌর বিদ্যুত সেচ প্রকল্পে ১৪/১৫ জনের দুর্বৃত্তদল কর্মরত ৯ জন লেবারকে আস্ত্রের মুখে জিম্মি করে। দুর্বৃত্তরা লেবারদের ব্যবহৃত ৫টি মোবাইলফোন ৪টি নিয়ে যায় এবং ১টি মোবাইল নাম্বার নিয়ে যায়। যাবার সময় দুর্বৃত্তরা ১টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে। ঘটনার পর রাত ৪টার দিকে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প আইসি এসআই সিকান্দার ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিয়ে যাওয়া মোবাইলফোন থেকে কল দিয়ে লাল পতাকার নামে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে বলে জানা গেছে। ঘটনার পর থেকে নির্মাণ কাজ বন্ধ রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএফ। কৃষকদের সুবিধার জন্য নির্মাণাধীন এ সেচ প্রকল্প যেন বন্ধ না হয় সে জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a comment