মেজাজ হারিয়ে মেসির ঢুঁসো!

মাথাভাঙ্গা মনিটর: তার সতীর্থ ফুটবলার সে সুয়ারেজ হন কি নেইমার, যতোই মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়দের কামড় দিন অথবা ধাক্কাধাক্কি করুন, তিনি শত প্ররোচনাতেও কখন মেজাজ হারাননি। স্বভাবভদ্র খেলোয়াড় হিসেবে তার খ্যাতি সর্বজনবিদিত। তিনি তারকা ফুটবলার লিওনেল মেসি। সেই মেসিও মেজাজ ঠিক রাখতে পারলেন না। জিনেদিন জিদান-মাতেরাজ্জির ঢুঁসোর পুনরাবৃত্তি দেখা গেলো বুধবার ক্যাম্প ন্যুতে। বার্সেলোনা এবং রোমার মধ্যে সিরি এ-লিগের খেলা চলছিল। প্রথম অর্ধে ১-০ এগিয়ে ছিলো বার্সেলোনা। এমন সময় মেসিকে কড়া ট্যাকেল করেন রোমার ফরাসি ডিফেন্ডার মাপৌউ ইয়াঙ্গা-বিওয়া। ফরাসি ডিফেন্ডারের কড়া ট্যাকেলে তাঁর ‘কুল’ টেম্পার ঠিক রাখতে পারেননি মেসি। প্রথমে ধাক্কাধাক্কি তার পর রোমার মাপৌউয়ের দিকে এগিয়ে গিয়ে তার গলা টিপে ধরেন মেসি। এখানেই শেষ নয় মাপৌউয়ের দিকে এগিয়ে গিয়ে ঢুঁসো মারতেও যান মেসি। লাল কার্ড না দেখেন মেসি! বিতর্ক বেশি দূর গড়ায়নি। এ যাত্রায় মেসিকে সতর্ক করে ছেড়ে দেন রেফারি জাভিয়ের এস্ত্রাদা ফার্নাডেজ। তবে মাপৌউকে হলুদ কার্ড দেখান রেফারি। কেরিয়ারে মাত্র একবারই লাল কার্ড দেখেছেন মেসি, সেটিও ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে তাঁর আন্তর্জাতিক অভিষেক ম্যাচে। কিন্তু বার্সেলোনার হয়ে কখনও লাল কার্ড দেখে মাঠ ছাড়েননি এই ফুটবল তারকা।

ম্যাচটি অবশ্য ৩-০ জেতে বার্সেলোনা। ওই বিতর্কের পরই গোল করে দলকে ২-০ এগিয়ে দেন মেসি। সুয়ারেজ, নেইমার এবং দানি আলভেজের পাস থেকে বলটি জালে জড়ান মেসি। বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করেন নেইমার। তৃতীয় গোলটি করেন ইভান রাকিটিক। বার্সেলোনার আক্রমণের সামনে কোনও প্রতিরোধই করতে পারেনি রোমা। আগামী ২৩ অগস্ট অ্যাটলেতিকো বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।

Leave a comment