ক্রীড়া প্রতিবেদক: চুযাডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৪৪তম গ্রীষ্মকালীন খেলাধুলার প্রস্তুতিসভা গতকাল সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। উপজেলা শিক্ষা কর্মকর্তা আ. মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম ও প্রশিক্ষণ কর্মকর্তা সোহেল আহম্মেদ। প্রস্তুতিসভায় সুষ্ঠু-সুন্দরভাবে খেলা পরিচালনার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। প্রতিযোগিতা সম্পন্ন করার প্রয়োজনে সদর উপজেলাকে পূর্ব ও পশ্চিম দুটি জনে ভাগ করা হয়। প্রায় ৬০ হাজার টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করে এ বছরের খেলাধুলা পরিচালনা ও পুরস্কার বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান অতিথি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা দেয়ার ঘোষণা দিয়ে বলেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরপেক্ষভাবে সকলকে এ প্রতিযোগিতা সম্পন্ন করতে হবে। সভায় সদর উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শারীরিক শিক্ষার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে সদর উপজেলার ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা।