মাঠ প্রশাসন তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়

 

স্টাফ রিপোর্টার: মাঠ প্রশাসনে সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার মধ্যে চলছে সমন্বয়হীনতা। অভিযোগ উঠেছে কেউ কারও কথা শুনছেন না। আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির বৈঠকে প্রায়ই অনুপস্থিত থাকছেন পুলিশ সুপার (এসপি) ও অন্যান্য দফতর প্রধানরা। এতে কার্যকারিতা হারাচ্ছে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বাধীন কমিটিগুলো। ফলে ব্যাহত হচ্ছে মাঠ প্রশাসনের স্বাভাবিক গতি। ঝুলে যাচ্ছে সরকারের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন। তাই গতিহীন মাঠ প্রশাসন চাঙ্গা করতে এবার কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে ডিসির নেতৃত্বে জেলা উন্নয়ন কর্মকাণ্ড ও জেলা আইনশৃঙ্কলা কমিটির সভার বিষয়টি সরাসরি তদারকি করবে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। অনুপস্থিত কর্মকর্তাদের নামের তালিকা পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে তাদের কাছে পাঠাতে হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়ে ডিসিদের চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Leave a comment