টিপ্পনী:

খবর: (চুয়াডাঙ্গা সদর থানার সামনের নিউ মডার্ন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি)

 

হচ্ছে চুরি বিরাট বিরাট
দিন দুপুরে রাতে,
বিরাট বিরাট মানুষ নাকি
থাকে চোরের সাথে।

বিরাট চোরের হয় না কিছু
ধরার আগেই খালাস,
ওই ব্যাটাদের কোনো কিছু
হয় না করা তালাশ।

বিরাট রাঘব বোয়াল বাবু
শক্ত ভীষণ খুঁটি,
জাল ছিড়ে যায় ফঁসকে ওরা
ধরা পড়ে পুটি।

-আহাদ আলী মোল্লা