স্বর্ণপদক নিয়ে বাড়ি ফিরলো চুয়াডাঙ্গা শৈলমারী গ্রামের সুইটি

 

বেগমপুর প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন বিশেষ বিশ্ব অলিম্পিকে বাংলাদেশ ১৮টি স্বর্ণপদক অর্জন করে। স্বর্ণপদক পেয়ে চুয়াডাঙ্গার গৌরব বয়ে নিয়ে আনে বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের সেনা-সার্জেন্ট হাফিজুরের মেয়ে বাকপ্রতিবন্ধী স্বর্নালী সুইটি।

গত ২৫ শে জুলাই অলিম্পিক খেলার উদ্বোধন ঘোষণা করেন আমেরিকার ফার্স্ট লেডি মিশেল ওবামা। বাংলাদেশসহ বিশ্বের ১৬৫টি দেশের ছয় হাজার ৩২১ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অলিম্পিকে সর্বমোট ২৫টি ইভেন্টের মধ্যে বাংলাদেশের ৫৪ জন প্রতিযোগী ৬টি ইভেন্টে অংশগ্রহণ করেন। বিশেষ অলিম্পিকে স্বর্নালী সুইটি ১০০ মিটার স্পিডে অংশগ্রহণ করে রুপার পদক এবং লং জাম্পে স্বর্ণপদক ও ৪০০ মিটার রিলে খেলায় ব্রোঞ্জ পদক লাভ করে। সে চুয়াডাঙ্গা জেলা সদরের শৈলমারী গ্রামের সেনা সার্জেন্ট হাফিজের মেয়ে। স্বর্নালী সুইটি ঢাকা ক্যান্টলম্যান্ট প্রয়াশ প্রতিবন্ধী স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী।

Leave a comment