গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া পাগলা ব্রিজ নামক স্থান থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে তেঁতুলবাড়িয়া বিওপির একটি অভিযান দল। আটকৃতরা হচ্ছে- ফরিদপুর জেলা শহরের ইয়াকুব আলীর ছেলে ইসমাইল হোসেন (৩১) ও গাংনী উপজেলার মটমুড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে ডাবলু মিয়া (২৮)।
বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধীন্ত তেঁতুলবাড়িয়া বিওপির একটি দল গতকাল পাগলা ব্রিজের কাছে মাদকবিরোধী অভিযান চালায়। সিএনজি অটোতে বহন করার সময় ৮৫ বোতল ফেনসিডিলসহ ওই দুইজনকে আটক করেন বিজিবির অভিযান দলের সদস্যরা। আটক দুজন মাদকব্যবসায়ী বলে দাবি করেছে বিজিবি।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ জানান, দুজন আটক হলেও আরো কয়েকজন মাদকব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত দুজনের সাথে পলাতকদের নামেও গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।