চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের তানজিলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৮ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালপাড়ায় শ্বশুরবাড়িতে অবস্থান করাকালে তানজিলকে পুলিশ আটক করে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় চুনুরিপাড়ার মৃত রমজান আলীর ছেলে তানজিল চিহ্নত মাদকব্যবসায়ী। গতরাত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস, এসআই ইব্রাহিম আলী, এএসআই তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতালপাড়ার পুটু শেখের বাড়িতে অভিযান চালিয়ে তানজিলকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৪৮ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়। গতরাতে মামলাসহ থানায় হস্তান্তর করা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হতে পারে।