স্থগিতকৃত আলমডাঙ্গা উপজেলার সংরক্ষিত ২টি মহিলা আসনে সুষ্ঠভাবে পুনর্নির্বাচন সম্পন্ন

 

আলমডাঙ্গা ব্যুরো: স্থগিতকৃত আলমডাঙ্গা উপজেলার সংরক্ষিত ২টি মহিলা আসনে গতকাল সুষ্ঠভাবে পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে। সর্বাধিক ভোটে ২ নং আসনের সংরক্ষিত মহিলা সদস্য পদে সেলিনা খাতুন ও ৪ নং আসনের সংরক্ষিত মহিলা সদস্য পদে ছায়েরা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার ৫টি আসনের মধ্যে ২ ও ৪ নং আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরস্পর সমান সংখ্যক ভোট পাওয়ায় এ দু আসনের ফলাফল স্থগিত করা হয়।

জানা গেছে, সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। ভোটগণনা শেষে রিটার্নিং অফিসার সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান ফলাফল ঘোষণা করেন। এ সময় সহরিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার ছামিউল আলম ও প্রিসাইডিং অফিসার উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। মোট ভোটার সংখ্যা ছিলো ৪৮টি। এরমধ্যে পোল হয়েছে ৪৫টি। নষ্ট হয়েছে এক আসনে ৩টি ও অন্যটিতে ৪টি ভোট। ভাংবাড়িয়া, বাড়াদী, হারদী ইউনিয়ন বিশিষ্ট ২ নং আসনে হরিণ প্রতীকে সর্বাধিক ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সেলিনা খাতুন। তার প্রতিদ্বন্দ্বী জেসমিন আক্তার মোরগ প্রতীকে পেয়েছেন মাত্র ৭ ভোট। অন্যদিকে জেহালা-নাগদাহ-আইলহাস-খাসকররা ইউনিয়ন নিয়ে গঠিত ৪ নং আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। চাঁদ প্রতীকে সর্বাধিক ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছায়েরা খাতুন। মাত্র ১ ভোট কম পেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মর্জিনা খাতুন মোরগ প্রতীকে।

উল্লেখ্য, ৪র্থ উপজেলা নির্বাচনে আলমডাঙ্গা উপজেলার সংরক্ষিত মহিল সদস্য পদের নির্বাচন গত ১৫ জুন সোমবার উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। নির্বাচনে একজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ৪টি আসনের মধ্যে দুটিতে দুজন বিজয়ী ও দুটি আসনে দু প্রার্থীর ভোট সমান হয়ে যাওয়াই পুনরায় ওই দুটি আসনে নির্বাচন হবে বলে প্রিসাইডিং অফিসার ঘোষণা দেন।

আলমডাঙ্গায় ৪র্থ উপজেলা নির্বাচনের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিতের জন্য পৌর সভাসহ ১৫টি ইউনিয়ন নিয়ে ৫টি আসন নির্ধারণ করা হয়। আলমডাঙ্গা পৌরসভা, কুমারী ও কালিদাসপুর ইউনিয়ন নিয়ে ১ নং আসন, হারদী, ভাংবাড়িয়া ও বাড়াদী ইউনিয়ন নিয়ে ২ নং আসন, চিৎলা, খাদিমপুর ও গাংনী ইউনিয়ন নিয়ে ৩ নং আসন, নাগদা, আইলহাঁস, খাসকররা ও জেহালা ইউনিয়ন নিয়ে ৪ নং আসন এবং বেলগাছি, ডাউকি ও জামজামি নিয়ে ৫ নং আসন নির্ধারণ করা হয়। এর মধ্যে ৩ নং একজন প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। তিনি হলেন আসমিনা খাতুন। বাকি ৪টি আসনের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচন ১৫ জুন উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ নং আসনে বিজয়ী হয়েছেন জাহানারা খাতুন, ৫ নং আসনে ফাতেমা খাতুন। ওই সময় ২ নং আসনে সেলিনা খাতুন হরিণ প্রতীক নিয়ে ১৮ ভোট ও জেসমিন আক্তার মোরগ প্রতীক নিয়ে ১৮ ভোট অপর প্রার্থী রাফেজা খাতুন টেবিল প্রতীক নিয়ে পান ৪ ভোট। ৪ নং আসনে একইভাবে ছায়েরা খাতুন ও মর্জিনা খাতুন উভয়ে ১৪ ভোট করে সমান সংখ্যক ভোট পান। এ দুটি আসনের দু প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনরায় ওই দুটি আসনের ভোটগ্রহণ করার ঘোষণা দেয়া হয়েছিলো।

Leave a comment