মেহেরপুর অফিস:
মাদকের ভয়াল ছোবল থেকে তরুন সমাজ ও মেহেরপুরের ঐতিহ্যবাহী ভৈরব নদী রক্ষার দাবিতে মানব বন্ধন ও শোভাযাত্রা করেছে জাগো মেহেরপুর’ নামের একটি অরাজনৈতিক সংগঠন। শুক্রবার বিকেলে শহীদ সামসুজ্জোহা পার্কের সামনের সড়কে মানব বন্ধন ও প্রধান সড়কে শোভাযাত্রার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সংগঠনের উদ্যোক্তরা জানিয়েছেন, এর মূল উদ্দেশ্য রাজনৈতিক চিন্তাধারা ও ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে মাদকের ছোবল থেকে তরুন সমাজ এবং ভৈরব নদী রক্ষাসহ জেলাবাসীর মৌলিক চাহিদাগুলো পুরুনের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি করা। সর্বপরি সুন্দর একটি মেহেরপুর গড়তে কাজ করবে ‘জাগো মেহেরপুর’। অনুষ্ঠানে সংগঠনের উদ্যোক্তা সোয়েব, সুইট, অনিম, তন্ময়, তানভীর, সোহেল রানা ও মামুনসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন অ্যাড, ইব্রাহিম শাহীন, শ্বাশত নিপ্পন, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেুত, সাংবাদিক রফিক-উল আলম ও তুহিন অরণ্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিশান সাবের, মোস্তাকিম ও আব্দুল মজিদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।-প্রেস বিজ্ঞপ্তি