মুজিবনগর প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের আসান আলীকে (৩৫) ৩০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বাগোয়ান গ্রাম থেকে তাকে আটক করে। আটক আসান আলী হুদাপাড়া গ্রামের দয়াল মুখলার ছেলে। সে একজন চোরাচালানী বলে জানিয়েছে পুলিশ।
মুজিবনগর থানার ওসি কাজী আব্দুস সালেক জানান, ভারতীয় ওষুধ চোরাচালানের খবর পেয়ে সকালে এসআই টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল বাগোয়ান গ্রামের সার ঘরের তিন রাস্তার মোড়ে আভিযান চালায়। এ সময় তার আলমসাধুর মধ্যে কয়েকটি কার্টন ভর্তি অবস্থায় ৩০ হাজার পিস ভারতীয় সেনেগ্রা ট্যাবলেটসহ আসানকে আটক করা হয়। ট্যাবলেটগুলো ভারত থেকে এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য প্রেরণের প্রস্তুতি চলছিলো। আটক আসানের নামে থানায় মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।