আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ ৮ পুরিয়া হেরোইনসহ মাদকব্যবসায়ী মিঠুনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সকালে আলমডাঙ্গা রেলস্টেশনের পরিত্যাক্ত গোডাউনের পাশ থেকে হেরোইন বিক্রিকালে পুলিশ মিঠুনকে গ্রেফতার করে।
জানা গেছে, আলমডাঙ্গা রেলস্টেশনপাড়ার বলাই ছেলে মিঠুন (২৫) দীর্ঘদিন ধরে হেরোইন সেবন ও বিক্রি করে আসছিলো। সে আলমডাঙ্গা রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য বিক্রি করে। গতকাল আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন বিক্রিকালে তাকে হাতেনাতে আটক করে থানায় নেন। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।