কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ীর দু বছর কারাদণ্ড

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাদক বিক্রি অভিযোগে এক মাদকব্যবসায়ীকে দু বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ উপজেলার ফয়লা গ্রামের তাকের আলী ছেলে মতিয়ার রহমান ওরফে মতিকে (৩০) গ্রেফতার করা হয়। এ সময় নির্বাহী মাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা ভ্রাম্যমাণ আদালতে তাকে দু বছর কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।

Leave a comment