জনসংখ্যা ২ কোটি : ১২ লাখই ক্রিকেটার!

মাথাভাঙ্গা মনিটর: একটি খেলা কখন তুমুল জনপ্রিয় হয়? সোজাসাপ্টা উত্তর সাফল্য পেলে। ক্রিকেটে বহু সাফল্যই পেয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম বিশ্বকাপ জিতেছে, পাঁচ মাসও হয়নি। তবে এ বিশ্বকাপ জেতার পর ক্রিকেটে অস্ট্রেলীয়দের আগ্রহী বেড়েছে উল্লেখযোগ্য হারে। রাগবি-ফুটবলও যথেষ্ট জনপ্রিয় অস্ট্রেলিয়ায়। তবে জনপ্রিয়তার নিক্তিতে এখন এগিয়ে ক্রিকেটই।

গবেষণা বলছে, বর্তমানে অস্ট্রেলিয়ায় ক্রিকেটারের সংখ্যা ১২ লাখ। ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী অস্ট্রেলিয়ার জনসংখ্যা ২ কোটি ১৫ লাখ। অর্থাৎ অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার সাড়ে পাঁচ শতাংশই ক্রিকেটার!

Leave a comment