স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা-করিমপুর সড়কে নতিপোতা কবরস্থান সংলগ্ন রাস্তা ভেঙে মারণফাঁদে পরিণিত হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। এ আশঙ্কা এলাকাবাসী নিরাপত্তার জন্য ওই স্থানে লাল কাপড় টানিয়ে দেয়া হয়েছে। রাস্তার এ বেহাল দশায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে।
গত কয়েক দিনের প্রবল বর্ষণে এসব রাস্তায় নতুন করে আরও খানাখন্দ দেখা দিয়েছে। কয়েক মাস আগে রাস্তা ভাঙনের কয়েক ফুট দূরে খড়ি বোঝাই ট্রাক্টর উল্টে ভগিরথপুর গ্রামের ফুলি নামের এক মাটিকাটা শ্রমিক নিহত হয়েছিলো। তাই এলাকাবাসীর দাবি সংশ্লিট কর্তাগণের নজর এনে ভাঙন স্থানে যতো দ্রুত সম্ভব সংস্কার করা।