মাথাভাঙ্গা মনিটর: কেন উইলিয়ামস পুরো সময় জুড়ে প্যাড পরেই বসেছিলেন। মাঠে আর নামা হলো না। দু ওপেনার মিলেই যে খেলা শেষ করে এসেছেন। মার্টিন গাপটিল ও টম লাথামের জোড়া শতকের ওপর ভর করে সিরিজে সমতা এনেছে নিউজিল্যান্ড। দুজন ওপেনারই অপরাজিত শতরান নিয়ে মাঠ ছেড়েছেন। ওয়ানডে ইতিহাসেই এই ঘটল মাত্র দ্বিতীয়বারের ঘটলো। ২৩৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল জিম্বাবুয়ে। পুরোটাই অবশ্য সিকান্দার রাজার কৃতিত্ব। আট উইকেট পড়ে যাওয়ার পর দেড়শ পেরোনো নিয়ে সন্দেহ জেগেছিলো। সেখান থেকে দলকে ২৩৫ রানের সম্মানজনক স্কোরে নিয়ে যান সাতে নামা এ ব্যাটসম্যান। ইতিহাসের ত্রয়োদশ ব্যাটসম্যান হিসেবে সাতে ব্যাট করতে নেমে শতক হাঁকিয়েছেন এই ডান হাতি।
২০০৯ সালে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৫০ রান তাড়া করতে গিয়ে শতরানের দেখা পেয়েছিলেন সেই থারাঙ্গা ও মাহেলা জয়াবর্ধনে। জয়াসুরিয়া–থারাঙ্গা জুটির পর পরে ব্যাট করে উদ্বোধনী জুটিতে গাপটিল–লাথামের ২৩৬ দ্বিতীয় সর্বোচ্চ।