নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত বাসে গুলিতে ব্যবসায়ী নিহত

 

স্টাফ রিপোর্টার: ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের ফতুল্লা এলাকায় চলন্ত যাত্রীবাহী বাসে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০ টার দিকে ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলো। বাসটি ফতুল্লা থানার মাহমুদ নগর এলাকায় পৌঁছুলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে অজ্ঞাতনামা এক যাত্রী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। পরে ফতুল্লা থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে ওসি স্যার রয়েছেন। তার সাথে কথা বলুন।

Leave a comment