দেশের সব আদালতে ইন্টারনেট সংযোগ স্থাপনের নির্দেশ

 

স্টাফ রিপোর্টার: আগামী ১৫ দিনের মধ্যে দেশের সব আদালতে ইন্টারনেট সংযোগ স্থাপনে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট। সরকারি ব্যয়ে দপ্তরে ইন্টারনেট সংযোগ স্থাপন সংক্রান্ত সুপ্রিম কোর্টের এক সার্কুলারে এ তথ্য জানা গেছে। গত ২৯ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সার্কুলারে বলা হয়, সুপ্রিমকোর্টের সাথে সব অধঃস্তন আদালতের সাথে যোগাযোগ তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং দ্রুত বার্তা আদান-প্রদান তথা বিচার প্রশাসনের দাপ্তরিক কাজকর্মের গতি আনয়নের লক্ষ্যে দেশের সকল আদালত/ট্রাইব্যুনালে ইন্টারনেট সংযোগ স্থাপন করা অপরিহার্য।

সার্কুলারে বলা হয়, এমতাবস্থায় সরকারি ব্যয়ে দাপ্তরিক ইন্টারনেট সংযোগ ব্যবহার ও নীতিমালা ২০০৪’র বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনক্রমে জরুরি ভিত্তিতে দেশের সকল আদালত/ট্রাইব্যুনালে ইন্টারনেট সংযোগ স্থাপনক্রমে ১৫ কার্যদিবসের মধ্যে অত্র কোর্টকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। সকল জেলা জজ, মহানগর দায়রা জজ, বিভাগীয় বিশেষ জজসহ অধস্তন সকল আদালতের প্রতি এ সার্কুলার জারি করা হয়।

Leave a comment