মেহেরপুর অফিস: ‘পাহাড় সমতল উপকূলে গাছ লাগাই সবাই মিলে’ ও ‘দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন, সমাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ বিভাগ মেহেরপুরের আয়োজনে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্দ্যানে ১০ দিনব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এর আগে জেলা প্রশাসন চত্বর থেকে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি ৱ্যালি বের হয়। ৱ্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্দ্যানে শেষ হয়। ৱ্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, সামাজিক বনবিভাগ কুষ্টিয়ার উপবিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ মো. আসকার আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারের মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে।