মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের পৃথক দুটি অভিযান চালিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় ৮২ বোতল ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- মুজিবনগর উপজেলার মানিক গ্রামের ইউসুব আলীর ছেলে শামিম (২৫) ও মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের নূর মোহাম্মদ গাজীর ছেলে ইসসিন (২৩)।
মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এএসআই রেজাউল কবিরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মুজিবনগর পিকনিক কর্নারে অভিযান চালিনে ইসমিনকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
অপরদিকে সন্ধ্যা সাতটার দিকে মুজিবনগর পিকনিক কর্নারে খালের ধারে এএসআই আবু তাহেরের সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ শামীমকে গ্রেফতার করেন। দুজনকেই মুজিবনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান মুজিবনগর থানার ওসি কাজী আ. সালেক।