পুলিশ নির্যাতনের মামলায় কুষ্টিয়ার যুবলীগ সভাপতি গ্রেফতার

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মিরপুর থানার দু এসআই দায়িত্ব পালনকালে তাদের বেধড়ক মারপিট, পোশাক ছিঁড়ে ফেলা এবং অস্ত্র ছিনতাই চেষ্টাসহ সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম জোয়ারদারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টায় যুবলীগের ওই নেতাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশের সদস্যরা। নির্যাতনের শিকার মিরপুর থানার এসআই ওসমান জানান, গত ২৯ জুলাই রাতে উপজেলার কাঁচা বাজার এলাকায় বকুল নামের এক আনারস বিক্রেতার কাছে আনারস চান ওই দোকানদার আনারস মানসম্মত নয় বলে দিতে অস্বীকৃতি জানালে উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার বেধড়ক মারপিট করে। চিৎকার শুনে এসআই ফোর্সসহ ঘটনাস্থলে পৌছুলে যুবলীগ নেতার তার ছোট ভাই হিরক জোয়ারর্দ্দারসহ তার দলবল পুলিশ সেখানে কেন হাজির হয়েছে প্রশ্ন করেই অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা কর্তব্যরত পুলিশের ওপর হামলা করে বেধড়ক ঘুষি, লাথি ও মারপিট করে পোশাক ছিঁড়ে দেয়াসহ অস্ত্র ছিনতায়ের চেষ্টা করে। সংবাদ পেয়ে অপর এসআই হালিম সেখানে উপস্থিত হলে তার ওপরও তারা হামলা চালায় । এ ঘটনায় এসআই ওসমান বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ নির্যাতন ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে মিরপুর থানার এসআই ওসমানের করা মামলায় অভিযুক্ত আসামি হিসেবে মিরপুর উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার ও তার ছোট ভাই হিরক জোয়ারর্দ্দারকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এসব দায় আমার ওপর বর্তায়। আমি এ বিষয়ে কি আর বলবো। তবে আইনের ঊর্ধ্বে তো আমরা কেউই নই।

Leave a comment