মহেশপুরের ফতেপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল উদ্ধার : কর্তৃপক্ষ নীরব

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পিআইও অফিসের লোকজন ভিজিএফ’র ৭ বস্তা চাল উদ্ধার করে স্থানীয় জনগণের মাঝে বিতরণ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী ও পিআইও অফিস সূত্রে জানা গেছে, সরকারের বরাদ্দকৃত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে ফতেপুর ইউনিয়ন পরিষদের জন্য ৭শ ভিজিএফ কার্ডের চাল আসে। সেখানে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদার সরকারের নিয়ম অমান্য করে মাথা পিছু ১-২ কেজি করে চাল কম দিয়ে নিজে আত্মসাতের উদ্দেশে ইউনিয়ন পরিষদের সচিবের কম্পিউটার রুমে উদ্বৃত্ত ৭ বস্তা চাল লুকিয়ে রাখেন। চাল বিতরণের ২০ দিন পার হলেও ওই চাউল কোথাও হস্তান্তর করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি গোপনসূত্রে খবর জানাজানি হলে তড়িতঘড়িত উপজেলা পিআইও অফিস থেকে দু ব্যক্তি চেয়ারম্যানের উপস্থিতিতে গত ১ আগস্ট দুপুরে পরিষদের ওই কক্ষ থেকে ভিজিএফ’র এই চাল উদ্ধার করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান জানান, বেশ কিছু কার্ডের চাল বিতরণ করা হয়নি। চেয়ারম্যানকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে পিআইও অফিসের লোকজন স্থানীয় লোকজনের মাঝে এই চাল বিতরণ করে দিয়েছে বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয়ভাবে আলড়নের সৃষ্টি হয়। এ ব্যাপারে পিআইও অফিস কর্তৃকপক্ষের নিকট জানতে চাইলে তারা এর সত্যতা স্বীকার করে বলেন, এমন কার্যকলাপে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জরুরি এবং সেই সাথে অফিস কর্তৃপক্ষ তাকে ধিক্কার জানান।

এলাকা ঘুরে জানা যায়, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে এ এলাকায় অর্থ কেলেঙ্কারিসহ নানা ধরনের অভিযোগ রয়েছে। দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসন নীরব থাকায় ইউনিয়নবাসী তার বিরুদ্ধে ঝাড়ু মিছিলের প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিয়ে চেয়ারম্যান আবুল কাশেম সরদারের সাথে যোগাযোগের চেষ্টার করেও তাকে পাওয়া যায়নি।

Leave a comment