মাথাভাঙ্গা মনিটর: দু ছেলে সন্তানকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগে দক্ষিণ আফ্রিকায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জীবনবীমা প্রকল্পের অর্থের জন্য ওই নারী এ ধরনের পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের বিবৃতিতে জানা গেছে, ৫০ বছর বয়সী ওই নারী সদ্য কারামুক্ত তারই এক আত্মীয়কে দু হাজার চারশ মার্কিন ডলারের বিনিময়ে জোড়াখুনের নির্দেশ দেন। কিন্তু ওই আত্মীয় এ পরিকল্পনার বিষয়টি পুলিশকে জানিয়ে দেয়। প্রসঙ্গত বিশ্বে সবচেয়ে অপরাধপ্রবণ দেশগুলোর অন্যতম দক্ষিণ আফ্রিকা। যদিও জীবনবীমার টাকা দাবি করার জন্য মা তার সন্তানদের হত্যার নির্দেশ দিতে পারেন, বিষয়টি খুব বিস্ময়কর শোনালেও অতীতে বীমার টাকা দাবি করার জন্য অপরাধী ভাড়া করে সাজানো ডাকাতির ঘটনা ঘটানোর নজির রয়েছে। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর পোর্ট সেপস্টোনের অধিবাসী ওই নারী। তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পুলিশের মুখপাত্র কর্নেল জায় নেইকার বলেন, ওই নারী তার ছেলেদের জন্য বীমা করেছিলেন। আর এটাই হত্যা পরিকল্পনার অন্যতম সন্দেহজনক বিষয়।