স্টাফ রিপোর্টার: মোবাইল ব্যাংকিঙের মাধ্যমে অর্থ লেনদেনে প্রেরণকারী ও উত্তোলনকারীর ছবি তুলে রাখতে এজেন্টদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে। মোবাইল ব্যাংকিঙের মাধ্যমে অপরাধমূলক লেনদেনের ঝুঁকি কমানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। একই সাথে মোবাইল ব্যাংকিঙের জন্য যে সিম নিবন্ধন করা হয়েছে সেগুলোর তথ্য যাচাই করতেও নির্দেশ দিয়েছে। কোনো গ্রাহকের একই রকম তথ্য না থাকলে আগামী ছয় মাসের মধ্যে পুনঃনিবন্ধন করতে হবে। গ্রাহকরা যে পুনঃনিবন্ধন করেছেন তা নিশ্চিত করার জন্য পুনঃনিবন্ধনের প্রমাণের দালিলিক প্রমাণ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় প্রচারণা চালাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ৩১ আগস্টের মধ্যে এ বিষয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে হবে। এছাড়া পরবর্তীতে ছয় মাস পরপর এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে হবে ব্যাংকগুলোকে। দেশে বর্তমানে ৫৬টি তফসিলি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ২৮টি ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দেয়ার জন্য অনুমোদন নিলেও সেবা দিচ্ছে ২০টি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সারাদেশে দু কোটি ৮৬ লাখ ৫০ হাজার সিম ব্যক্তিগত মোবাইল ব্যাংকিঙের জন্য নিবন্ধন নিয়েছে। এর মধ্যে এক কোটি ২২ লাখ ৩৪ হাজার সিম সচল রয়েছে। আর এজেন্ট হিসেবে নিবন্ধন নিয়েছে ৫ লাখ ৩৮ হাজার ১৭০টি সিম। সর্বশেষ জুন মাসে মোবাইল ব্যাংকিঙের মাধ্যমে সারাদেশে মোট ১২ হাজার ৯৭০ কোটি টাকা লেনদেন হয়েছে। আর দৈনিক গড় লেনদেনের পরিমাণ ৩২ লাখ ৫ হাজার ৩১০টি।