গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মেডিকেল কলেজে পড়–য়া ছাত্রছাত্রীদের উদ্যোগে দেয়া হলো ফ্রি চিকিৎসা ও ওষুধ। গত বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপি চিৎলা গ্রামে এ চিকিৎসাসেবা নিয়েছেন এলাকার অসংখ্য দুস্থ মানুষ। রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপত্রের পাশাপাশি কিছু ওষুধ দেয়া হয়। এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করে এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ফরিদপুর মেডিকেলের আরেফিন খান, যশোর মেডিকেলের হোমায়রা আয়েশা, উত্তরা মেডিকেলের হাফিজাসহ বিভিন্ন মেডিকেল কলেজের ২০ ছাত্রছাত্রী ঈদের ছুটিতে এসে এ কার্যক্রম পরিচালনা করেন। হোমায়রা আয়েশা জানিয়েছেন, শুধু ঈদের ছুটিই নয় আমরা সুযোগ পেলেই এলাকার এসে মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করবো।