সাইদুর রহমান: সাবধান হাত বাড়ালেই মাদক, মাদক সেবনকারীদের সচেতনতা বৃদ্ধি ও বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মাদকসেবী ও অভিভাবকদের সাথে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে ভালাইপুর গ্রামে ভালাইপুর যুবসংঘ আয়োজিত আলোচনাসভায় চিৎলা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- আলমডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক, এইড’র প্রকল্প পরিচালক আশাবুল হক, সাবেক হেলথ ইন্সপেক্টর মজিবর রহমান। বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার শফিউল আজম মিঠু, ঈমাম বশির আহম্মেদ। কোরআন তেলাওয়াত করেন- ভালাইপুর মাদরাসার মুহতামিম সুলতান মাহমুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব কমিটির সদস্য এনামুল হক, সার্বিক সহযোগিতায় ছিলেন ছমির আলী, আসাদুজ্জামান, মমিন, আলী হোসেন প্রমুখ।
প্রধান অতিথি আয়োজক সংগঠককে ধন্যবাদ জানিয়ে বলেন, জেলার প্রতিটি গ্রামে এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে যুবসমাজ অনেকাংশে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পাবে। আমার বিশ্বাস এ আলোচনাসভার মধ্যদিয়ে জেলার প্রতিটি গ্রামে মাদকের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে উঠবে।