স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজার নিচের বাজারের ডিমব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতরাত সাড়ে ৮টার দিকে তিনি বাজার থেকে বাড়ি হাজরাহাটি ফেরার পথে ফজল মুন্সির বাগানের নিকট হামলার শিকার হন বলে অভিযোগ।
হাবিবুর রহমান হাবিবের ডান পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে গতরাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। হাবিবুর রহমান হাবিব হাজরাহাটির মৃত জামাত আলীর ছেলে। তিনি বলেছেন, নিচের বাজারে ডিমের ব্যবসা করি। পাশের দোকানের কর্মচারী দৌলাতদিয়াড়ের শাহীনসহ কয়েকজনের চাকরি চলে যায় ঈদের পর। গতরাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে ভাই রিংকু ও ভাতিজা পান্নাকে সাথে নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলাম। শ্মশানের নিকট দেখা হয় শাহীনের। শাহীন বলে, চাকরি চলে গেছে, খাবো কি। আজ রাতে আপনার বাড়িতে থাকবো। এ কথা শুনে শাহীনকে সাথে নিয়ে হাজরাহাটির দিকে যাওয়ার পথে ফজল মুন্সির বাগানের নিকট থেকে দুজন ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। পায়ে, হাতে ও মাথায় কয়েকটি কোপ লেগেছে।
হাবিবকে উদ্ধার করে গতরাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি বলেছেন- শাহীন, অরুপ ও সাব্বিরের চাকরি চলে গেলে ওদের ধারণা আমার কারণে চাকরি থেকে বাদ পড়েছে। এ কারণেই ওরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।