আলমডাঙ্গা ব্যুরো: তারের আড়াই কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে আলমডাঙ্গার গোপালদিয়াড় গ্রামের খোদেজা খাতুন নামের এক গৃহবধূ মারা গেছেন।
জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামের শমসের আলীর ঘরের টিনের চালের ওপর দিয়ে বৈদ্যুতিক সংযোগের লাইন নেয়া হয়েছে। ওই বৈদ্যুতিক লাইনের তার ফল্ট হয়ে পুরো ঘরের টিনের চাল বিদ্যুতায়িত হয়ে পড়ে। ওই টিনের চাল থেকে তার টানিয়ে উঠোনে কাপড় শুকানোর ব্যবস্থা করা হয়। শমসের আলীর স্ত্রী ৭ সন্তানের জননী খোদেজা খাতুন (৪৫) গতকাল শনিবার সকাল ৯টার দিকে ওই তারে হাত রাখেন। এ সময় বিদ্যুতস্পৃষ্টে তিনি মারা যান।