বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নবনির্বাচিত সভাপতিকে ঝিনাইদহে সংবর্ধনা

 

কালীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ চিনিকল শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি ঝিনাইদহের মোবারকগঞ্জ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানকে সংবর্ধনা প্রদান করেছেন মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। গতকাল শনিবার দুপুর ১টায় মোচিক গ্যারেজ চত্বরে শ্রমিক ইউনিয়নের সভাপতি চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ১ নং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি আতিয়ার রহমান, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড শ্রমিক-ইউনিয়নের সভাপতি বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মো. তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাবেক সভাপতি উপদেষ্টা আব্দুল জলিল পান্না, মোচিক আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পদাক মাসুদুর রহমান মন্টু, বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুদ্দিন খালেদ পিকুল, মোচিক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মশিউর রহমান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ইজাজুর রহমান, কাজী আবু সেলিম রেজা ও ইক্ষু বিভাগের ওএপি মো. গোলাম রসুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক নেতা কবির হোসেন।

Leave a comment