স্টাফ রিপোর্টার: বান্দরবানের লামার হাসপাতালপাড়ায় পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। শনিবার বিকালে নিখোঁজ বশিরের (৬৫) লাশ উদ্ধার হলেও তার নাতি ফাতেমার (১১) লাশের সন্ধান এখনো পাওয়া যায়নি। নিহত অন্যরা হলেন-রোজিনা (২৫), পুতিয়া (১৭), সাজ্জাদ (৪), আমেনা (২৬)। এছাড়া আহত আরাফাতকে (১৫) মালুমঘাট হাসপাতালে নেয়ার পথে মারা যান। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। গত কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পরপরই লামা পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে রোজিনা, পুতিয়া, সাজ্জাদ, আমেনার মরদেহ উদ্ধার করা হয়। লামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বন্যার পানি, প্রবল বর্ষণের ফলে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। তবে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।