পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৩

 

স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগের কাছে শনিবার বিকালে পদ্মা নদীতে দুটি মাটিভর্তি নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৭ জনকে। মুন্সিগঞ্জের এএসপি (সার্কেল) মো. শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজরা হলেন- পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার সামাইদা গ্রামের মোজাম্মেলের ছেলে জাহাঙ্গীর (২৮), সুধারপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে সোহেল (২৫) ও চাঁদপুর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র জাকির (৩২)। অন্যদিকে অর্ধনিমজ্জিত অবস্থায় ৩০ শ্রমিকসহ অপর নৌকাটি উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া নৌকাটি এখনও উদ্ধার করা যায়নি। এএসপি (সার্কেল) মো. শামসুজ্জামান জানান, ট্রলার ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল ও ডুবুরিদের খবর দেয়া হয়েছে। একই সাথে স্থানীয়ভাবে উদ্ধার কাজ শুরু হয়েছে। তিনি জানান, ফরিদপুরের মদনখালী থেকে মাটি ভর্তি করে পাশাপাশি দুটি বড় আকারের স্টিলের ইঞ্জিন চালিত নৌকা নারায়ণগঞ্জের বক্তবলীর ইটভাটিতে যাচ্ছিলো। কিন্তু উত্তাল পদ্মায় বৈরী আবহাওয়ার কবলে দুটি নৌকায় পদ্মায় তলিয়ে যায়। পদ্মা সেতুর কনস্ট্রাকসন ইয়ার্ডের কাছে নৌকা ২টি ডুবে যাওয়ার পরপরই স্থানীয় লোকজন স্পিডবোর্ড নিয়ে ভেসে থাকা ২৭ জনকে জীবিত উদ্ধার করে।

Leave a comment