প্রতিরাতে হচ্ছে চুরি : চোর সামলাতেই পুলিশ হিমসিম

মহল্লায় মহল্লায় হানা : চুয়াডাঙ্গায় চোরচক্র বেপরোয়া হয়ে উঠেছে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের পাড়া-মহল্লায় বেপরোয়া হয়ে উঠছে চোরচক্র। পুলিশ টহল জোরদার করা হলেও চুরি থামছে না। পুলিশ পরিস্থিতি সামাল দিতে খাচ্ছে হিমসিম। প্রতিরাতেই কোনো না কোনো এলাকায় চুরির ঘটনা ঘটছে। একেরপর এক চুরির ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে উঠেছে। কোনো কোনো মহল্লায় চলছে রাত জেগে পাহারা।

দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের  ইছাহক আলীর ছেলে অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য এএসটি মাহমুদ চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ভাড়াবাড়িতে বসবাস করেন। গত বৃহস্পতিবার রাতে তার বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে নগদ ৬০ হাজার টাকা ও ৭ ভরি ওজনের সোনার গয়নাগাটিসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। গৃহকর্তা মাহমুদ জানান, রাতে সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে ঘরের দক্ষিণপাশের জানালার গ্রিল কেটে রান্না ঘরে ঢোকে চোরের দল। আমার শ্বশুর অসুস্থ রেজাউল করিম পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ ঘরের আলমারি ভেঙে নগদ ৬০ হাজার টাকা, ৭ ভরি সোনার গহনা ও আমার স্ত্রীর ৮টি শাড়ি চুরি করে নিয়ে যায় চোরেরা। তিনি আরো বলেন, তার মোটরসাইকেল নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে চোরচক্র। চোরেরদল বাড়ি থেকে মোটরসাইকেল বের করতে না পারায় সেটি রক্ষা হয়েছে। খবর পেয়ে গতকাল সকাল পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মহাসিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে একই দিন সন্ধ্যারাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডস্থ সরকারি কলেজের প্রভাষক মহাসিন আলীর একটি ইয়ামাহা এফজেট মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এর আগে গত ২৪ জুলাই  চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীরের এতিমখানা রোডের ভাড়া বাড়িতে চুরি হয়। একই রাতে শহরের সরকারি আদর্শ মহিলা কলেজপাড়ায় সদর থানার এএসআই ওহিদুল ইসলামের ভাড়া বাসায় চুরি হয়। তার বাসা থেকে চোরেরা বাসার প্রধান দরজার তালা ভেঙে ১০ হাজার টাকা, একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন ও জামা-কাপড় চুরি করে। এ রাতে সরকারি আদর্শ মহিলা কলেজপাড়ায় সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা হোসেন আলীর বাড়ির গ্রিল কেটে চুরি হয়। চোরেরা বাড়ি থেকে ১২ ভরি সোনার অলঙ্কার ও ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। ২৫ জুলাই রাতে শহরের কবরী রোডস্থ টেকনিক্যাল লেদে চুরি হয়। এখানে প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়। ২৩ মে রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামানের সরকারি বাসভবনে ডাকাতির ঘটনা ঘটে। ২৬ মে রাতে চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার কৃষি ব্যাংক কর্মকর্তা জিন্নাত আলীর বাড়িতে ডাকাতি হয়। এসব চুরি ও ডাকাতির ঘটনায় পৌর এলাকার বাসিন্দারা আতঙ্কে ভুগছেন।

Leave a comment