ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মৃত আমির হেসেনের সন্তানদের পাশে দাঁড়ালেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ও সাধুহাটি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন। গতকাল তাদের অর্থে মৃত আমির হোসেনের সন্তানদের জন্য পাকাবাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর পক্ষে প্যানেল চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন। উপস্থিত ছিলেন- মাটিকুমরা ওয়ার্ড আ.লীগ সভাপতি, সাধারণ সম্পাদক এবং ন্থানীয় ব্যাক্তিবর্গ।