সরাইলে নৌকাডুবিতে মা-মেয়েসহ নিহত ৪

 

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেত্রা নদীতে নৌকা ডুবে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন। সরাইল উপজেলার ইউএনও মো. এমরান হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার অরুয়াইল ইউনিয়নের ছেত্রা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল এলাকা থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা অরুয়াইল গ্রামে যাবার পথে নৌকাটি দুবাজাইল ঘাট ছাড়ার পরই প্রচণ্ড ঢেউয়ের কারণে নৌকাটি পানিতে তলিয়ে যায়। এসময় যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অন্তত ১০ জন যাত্রী পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী ওই চারজনের লাশ উদ্ধার করে। নিহতরা হল-উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের ক্বারী আবদুল কাহার (৪৫), একই গ্রামের ফাতেমা বেগম (৪৫) ও মেয়ে শেফালী আক্তার (২) এবং শিরিনা আক্তার (৬)। নিখোঁজদের সন্ধানে এলাকাবাসী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

Leave a comment