মেহেরপুর অফিস: ধূমপানমুক্ত মেহেরপুর গড়ার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে প্রচারাভিযান চালিয়েছে জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স। দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার ও টাস্কফোর্স সদস্য কাজী রওশনারা, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, মুজিবনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ শফি উদ্দীন ও এইড প্রোগ্রাম অফিসার তৌহিদ-উদ-দৌলা রেজাসহ টাস্কফোর্স সদস্যবৃন্দ।
এইড’র সহযোগিতায় জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স, সুবাহ, স্বদেশ ও আশ্রয়ের আয়োজনে সকাল থেকে জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে তথ্য অফিসের মাইকে ওই প্রচারাভিযান চালানো হয়। এ অভিযানে বক্তারা তামাক ব্যবহারের বিভিন্ন ক্ষতিকারক দিক, বিজ্ঞাপন নিষিদ্ধ, পাবলিক প্লেসে “ধূমপানমুক্ত এলাকা” লেখা সাইন স্থাপন বাধ্যতামুলক, পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান কারীদের শাস্তির বিধানগুলোর মানুষের সামনে তুলে ধরেন। তামাক বিরোধী প্রচারণায় জনগণকে একত্রিত করে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করা সম্ভব বলে মত দেন বক্তারা।