স্টাফ রিপোর্টার: মেহেরপুরের বারাদী বিএডিসি খামারের উপপরিচালকের কাছে চাঁদা দাবি ও তাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ফার্ম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বারাদী বাজার প্রদক্ষিণ করে। শেষে ফার্মে এসে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জানা গেছে, মেহেরপুরের বারাদী বীজ উৎপাদন খামারের উপপরিচালক মো. মুজিবর রহমানের কাছে বেশ কিছুদিন থেকে মোবাইলে চাঁদা দাবি করে আসছিল। গতকাল তার অফিসে দুর্বৃত্তরা হানা দিলে ফার্মের কয়েকশ’ শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা বিভ্ন্নি স্লোগান দেন। পরে ফার্মে ফিরে যেয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বক্তব্য রাখেন শ্রমিক নেতা আলতাফ হোসেন ও মুনসুর আলী।