আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের আহত গৃহবধু ছুরাতন নেছা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত মঙ্গলবার সকালে গ্রামের রওশন আলীর পুকুর পাড়ে খোয়া ভাঙা মেশিন চাপা পড়ে ছুরাতন নেছা আহত হন।
এলাকাসূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে গ্রামের দিনমজুর মনা মণ্ডলের স্ত্রী ছুরাতন নেছা (৪০) রওশন আলীর পুকুরপাড়ে কাপড় ধোয়ার কাজ করছিলেন। এ সময় পুকুরপাড়ের রাস্তা দিয়ে খোয়াভাঙা মেশিন নিয়ে যাওয়ার সময় তা উল্টিয়ে ছুরাতন নেছা চাপা পড়েন। স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে রাজশাহী মেড়িকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।