জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও নূরুল হাফিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। সভার শুরুতেই উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দীনের আকস্মিক মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা এবং সাংবাদিক আবু সায়েম হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে যানজট মুক্ত করার জন্য অবৈধ স্থাপনা অপসারণ করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়াও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটকের ফলে ফেনসিডিল চোরাচালানীদের দৌরাত্ম্য অনেকাংশে হ্রাস পেয়েছে বলে জানানো হয়। অলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও উথলী ইউনিয়ের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান।