মাথাভাঙ্গা মনিটর: বইটির ওজনই ১৫ কেজি। ৫০০ পৃষ্ঠার বইটিতে আছে পাঁচ শতাধিক ছবি। পেলের বর্ণাঢ্য ক্যারিয়ারের ঐতিহাসিক সচিত্র প্রামাণ্য দলিল এ বইটির দাম কত জানেন? এক হাজার ৭০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩২ হাজার টাকা! বলা হচ্ছে, এটিই নাকি বিশ্বের সবচেয়ে দামি বই। ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলের ওপর লেখা বইটির আরেকটি বিশেষ সংস্করণ কিনতে পারবেন, যেখানে পেলের নিজের হাতের সই থাকবে। বিশেষ সংস্করণটির জন্য অবশ্য গুনতে হবে আরও বেশি টাকা। দু হাজার ৬০০ ডলার। সে ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রায় বইটির দাম পড়বে দু লাখ টাকা! নভেম্বরে বইটি বাজারে আসার কথা। লন্ডন, দুবাইয়ের পাশাপাশি নিউইয়র্কে বইটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠান হবে। নিউইয়র্কেই নিজের ক্যারিয়ারের ইতি টেনেছিলেন পেলে। এতো দাম দিয়ে হলেও বইটি যদি কিনতে চান তবে এখনই প্রস্তুত হোন। কারণ বইটির মাত্র এক হাজার ২৮৩ কপিই ছাড়া হবে বাজারে।