স্টাফ রিপোর্টার: টেস্ট ক্যারিয়ারে ৪শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। গতকাল বৃহস্পতিবার মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ওপেনার তামিম ইকবালকে আউট করে তিনি এ গৌরব অর্জন করেন। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৩তম বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন টেস্ট ৱ্যাকিঙে এক নম্বরে থাকা এ বোলার।
ঢাকা টেস্ট শুরু হওয়ার আগে তার প্রয়োজন ছিলো মাত্র ১টি উইকেট। চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট দখল করেছিলেন স্টেইন। চলতি টেস্টসহ এখন পর্যন্ত ৮০ টেস্টে তার উইকেট সংখ্যা ৪০০। উল্লেখ্য, ৩২ বছর বয়সী এ পেসারের অভিষেক হয় ২০০৪ সালের ইংল্যান্ডের বিপক্ষে পোর্ট এলিজাবেথ মাঠে।