বেগমপুর প্রতিনিধি: গতকাল শুক্রবার হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পারকৃষ্ণপুর মদনা একাদশ ও দর্শনা দক্ষিণ চাঁদপুর একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলায় কোন দল গোল করতে না পারায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। এতে পারকৃষ্ণপুর মদনা ৫-২ গোলে জয়লাভ করে। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ সময় তিনি বলেন, যুবসমাজ একটি দেশের সম্পদ। এ সম্পদ কাজে লাগাতে পারলে একটি দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়ে নানামুখি কর্মসূচি গ্রহণ করেছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় হিজলগাড়ি ইয়াংস্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক চক্ষু বিশেজ্ঞ ডা.ফকির মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠান্ডু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ, আ.লীগ নেতা মীর মফিজ উদ্দিন, আব্বাছ আলী, জিল্লুর রহমান জুলমত, বেগমপুর ইউনিয় যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ প্রমুখ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।